খেলাধুলা ও বিনোদন যাদবপুর ইউনিয়নে খেলাধুলার মধ্যে জাতীয় খেলা হডুডু সহ ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা ইত্যাদি সহ দৌর, লাফ, দারিয়াবন্দা, গোল্লাছুট, সতিনের ছেলে কার কোলে সহ আরো অনেক ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই ইউনিয়নে বিনোদনের মধ্যে রয়েছে গ্রাম্য নাটক, যাত্রাপালা, সরদার বাড়ী, লাঠিখেলা ইত্যাদি । এছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক প্রতিটি গ্রামেই সংযোগ পৌছেঁ দেওয়া টেলিভিশনের মাধ্যমে দেশি - বিদেশী নাটক, সিনেম, সংবাদ ইত্যাদি দেখেও বিনোদন পেয়ে থাকে।