Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
সাইট্টা বট গাছ
Details

ধামরাই উপজেলাধীন যাদবপুর ইউনিয়নস্থ সাইটা নামক গ্রামে  অবস্থিত এই ঐতিহ্যবাহী  গাছটি; মূলত কখন গাছের উতপত্তি হয়েছে তা সঠিকভাবে বলা কঠিন,  তবে স্থানীয় লোকদের মতে আনুমানিক  ২০০ (দুইশত )বছর পূর্বে  গাছটির উৎপত্তি ।এই গাছটির  নিচে একটি কালী মন্দির রয়েছে। এছাড়া এই বটবৃক্ষের নীতে  প্রতি বছর  মেলা বসে থাকে । গাছের নীচে অনেক  খোলা জায়গা রয়েছে; যেখানে বসে বিশ্রাম নেওয়া যায়।  গাছটি প্রায় ৩ একর জায়গা জুড়ে  বিস্তৃত । বৃক্ষটির উত্তর  পার্শ্বের একটি ডাল ভেঙ্গে গেছে।  দূর-দূড়ান্ত থেকে  অনেকেই এখানে বেড়াতে আসে। গাছটি  সত্যিই অনেক  মনোমুগ্ধকর।  গাচের ঠিক নিচ দিয়ে বয়ে গেছে একটি আঁকা বাঁকা  রাস্তা। যে কেউ অতি সহজেই  এখানে মটর যান নিয়ে বেড়াতে আসতে পারে। বটবৃক্ষের নীচে বসলে সত্যিই মনটা জুড়িয়ে যায়।বটবৃক্ষটি ধামরাই উপজেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র।